মুটিয়ে গেছেন, তাই সময় চান শাবনূর
মুটিয়ে গেছেন এক সময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী শাবনূর। আর এজন্য ছবি থেকে কিছুটা সময়ের জন্য বিরতি চাচ্ছেন তিনি।
শাবনূর অভিনীত বেশ কিছু ছবির কাজ থেমে আছে। গত বছর অস্ট্রেলিয়া থেকে ফিরে জানিয়েছিলেন ‘এবার অসমাপ্ত ছবিগুলোর কাজ শেষ করেই যাব।’
কিন্তু কথা রাখছেন না এই অভিনেত্রী।
গত অক্টোবরে দেশে আসার পর ১০ মাস হয়ে গেল অথচ ক্যামেরার সামনে দাঁড়ালেন গত সপ্তাহে, প্রয়াত এম এম সরকারের ‘পাগল মানুষ’-এর শুটিংয়ে।
ছবিটির নতুন পরিচালক বদিউল আলম খোকন। শুটিং করলেন মাত্র তিন দিন। পাগল মানুষ-এর শুটিংয়েই শাবনূর জানান, এ মাসের শেষেই আবার অস্ট্রেলিয়া ফিরে যাবেন।
এদিকে মোস্তাফিজুর রহমান বাবুর ‘অবুঝ ভালোবাসা’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘এমনও তো প্রেম হয়’, নজরুল ইসলাম খানের ‘স্বপ্নের বিদেশ’ ছবির শুটিং এখনো বাকি।
সালাহউদ্দিন লাভলুর নতুন ছবিতেও তার অভিনয় করার কথা।
শাবনূরের চলে যাওয়ার খবরে সংশ্লিষ্ট নির্মাতারা ক্ষোভ প্রকাশ করেছেন।
তবে শাবনূর বলেন, ‘উনারা শুধু শুধু ভয় পাচ্ছেন। কোরবানির ঈদের পর আমি অবশ্যই ফিরে আসব। সবাই আমাকে নিয়ে ছবি বানাতে চাচ্ছেন ভালো কথা। কিন্তু যে হারে আমি মুটিয়েছি, এভাবে ক্যামেরার সামনে দাঁড়ালে কি বিশেষ কোনো লাভ হবে? কেবল নিজের জন্য নয়, ছবিগুলোর স্বার্থেই আমি অস্ট্রেলিয়া যাচ্ছি। ফিরে আসব মেদহীন শরীর নিয়ে।’
মন্তব্য চালু নেই