মুজিবনগর দিবসে ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও আলোচনা সভা

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্যাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও আলোচনাসভা করেছে জেলা প্রশাসন ।

রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

সভায় জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সাদেক কুরাইশি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড জিতেন্দ্র নাথ রায় ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন।

এসময় সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই