মুজাহিদের রায়ে গণজাগরণ মঞ্চের সন্তোষ প্রকাশ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আপিলের চূড়ান্ত রায়ে ফাঁসির আদেশ বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি দ্রুত রায় কার্যকরেরও দাবি জানান।

ইমরান এইচ সরকার বলেন, ‘এই রায় হওয়ায় আমরা অত্যন্ত খুশি। আমরা মনে করি সারাদেশের প্রত্যেকটি মানুষ যারা দীর্ঘ ৪৪ বছর ধরে অপেক্ষায় ছিল যে যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে বাংলাদেশ দায়মুক্ত হবে। আমরা অপেক্ষা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই রায় কার্যকর করা হোক।’



মন্তব্য চালু নেই