মুজাহিদের নিজ জেলা ফরিদপুরে হরতালের প্রভাব নেই

কুয়াশার চাদর ভেদ করে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের নিজ এলাকা ফরিদপুরে জামায়াত আহুত হরতালের প্রভাব পড়েনি জন জীবনে।

বৃহস্পতিবার ভোর থেকেই ঢাকাসহ বিভিন্ন জেলা ও ফরিদপুরের অভ্যন্তরীন বিভিন্ন রুটে ছেড়ে গেছে বাসসহ অন্যান্য পরিবহন।

এছাড়া সকাল থেকেই খুলতে দেখা গেছে দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্ঠান। পরিবেশ ও পরিস্থিতি শান্ত রয়েছে।
এসময় জামায়াত-শিবিরের কোন নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি পিকেটিং বা মিছিল করতে।

অন্যদিকে ফরিদপুরের বিভিন্নস্থানে হরতাল বিরোধী মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন।

বৃহস্পতিবার সকালে আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এছাড়া নগরকান্দা উপজেলার তালমা মোড়ে হরতালের বিরুদ্ধে ও ফাঁসির রায় কার্যকরের দাবী জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ সহ এর অঙ্গ সংগঠন। এছাড়া তারা রাজপথে অবস্থান নিয়ে হরতালের প্রতি ঘৃনা প্রদর্শন করে।



মন্তব্য চালু নেই