মুখের বিষ ফরামালিনের চেয়ে ভয়ঙ্কর

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘একজন রাজনীতিবিদের মানুষের ভালোবাসা ছাড়া আর কিছুই পাওয়ার নেই। আমাদের কথা আমাদের জন্য আত্মঘাতি। এই মুখের বিষ ফরামালিনের চেয়েও ভয়ঙ্কর।’

বুধবার দুপুরে রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে এ শিক্ষা প্রতিষ্ঠানটি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা যারা রাজনীতি করি কতোজন দাবি করতে পারি আমি সৎ, আমি দুর্নীতি করি না। আমার ব্যক্তিগত সহকারী যদি দুর্নীতি করে তাহলে আমি ভালো মন্ত্রী দাবি করতে পারি না। আমি যদি আমার পরিবারকে নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে আমি কীসের রাজনীতিক? মানুষের চোখের ভাষা, মনের কথা যারা বুঝে না তাদের রাজনীতি করার দরকার নেই।’

মন্ত্রী বলেন, ‘এই দুঃসময়ে, সহিংসতার আগুনেও বাংলাদেশ বিশ্বের ১০টি সম্ভাবনাময়ী দেশের একটি। পদ্মাসেতু এখন স্বপ্ন নয় দৃশ্যমান বাস্তবতা। অবরোধ-হরতালের মধ্যে পদ্মাসেতুর কাজ পুরোদমে চলছে। আজকে মেট্রোরেলে কাজ শুরু হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসের কাজ শুরু হয়েছে। কর্ণফুলী টানেলের কাজ আগামী নভেম্বর মাসে শুরু হবে।’

তিনি বলেন, ‘পেট্রোলবোমা আমাদের দমাতে পারবে না। ককটেল আমাদের মাথানতো করাতে পারবে না। সহিংসতা-নাশকতা দিয়ে বাঙালির অগ্রযাত্রার এই স্বপ্নকে কেউ দমাতে পারবে না। বাংলাদেশকে কেউ আফগানিস্তান-সোমালিয়া-ইরাক-সিরিয়া এমন কী পাকিস্তান বানাতে পারবেন না।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘এদেশের ভবিষ্যতের উপর বোমা মারা হচ্ছে। এই রাজনীতির উপর ঘৃণার আগুন ছড়িয়ে দিতে হবে।’

তিনি বলেন, ‘প্রমাণ হয়ে গেছে হরতাল-অবরোধ-পেট্রোলবোমা রাজনীতির আন্দোলনের অকার্যকর হাতিয়ার। কার্যকর হাতিয়ার দু’টি। ক্ষমতার পরিবর্তন চাইলে হয় নির্বাচনে যেতে হবে, না হয় জনতাকে হাতিয়ার করতে হবে। জনগণ যাদের সঙ্গে নেই বোমাবাজী করে সহিংসতা করে তারা কোনোদিনও আন্দোলন সফল করতে পারবে না।’

শিক্ষার্থীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘মেধাবীরা রাজনীতিতে না এলে মেধাহীনরা আসবে। চরিত্রবানরা না এলে, চরিত্রহীনরা আসবে। রাজনীতির প্রতি বিদ্বেষ রাখলে খারাপ লোকেরা দেশ চালাবে। খারাপ লোকেরা দেশ চালালে দেশের ক্ষতি হবে।’

মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা শামসীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি আওলাদ হোসেনসহ পরিচালকরা।



মন্তব্য চালু নেই