মুখের কথা প্রদর্শন করবে মোবাইল ফোনের ডিসপ্লে
মানুষের মুখে বলা শব্দ মোবাইল ফোনের ডিসপ্লেতে লেখা হিসেবে প্রদর্শন করা যাবে। সম্প্রতি জাপানের গবেষকেরা বিশ্বের প্রথমবারের মতো ট্যাব বা স্মার্টফোনের ডিসপ্লেতে কথাকে লেখ্যরূপে প্রদর্শনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন। স্মার্টফোনের ডিসপ্লেতে আঙুল স্পর্শ করে ওই শব্দগুলো পড়া যাবে।
মিতসুবিশি ইলেকট্রিকের গবেষকেরা দাবি করেন, তাঁর টাচ প্রযুক্তি ও ভয়েস রিকগনিশন প্রযুক্তিকে এক করে একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছেন, যা শ্রবণ প্রতিবন্ধীদের কাজে লাগবে। এই প্রযুক্তিটি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম সমর্থন করে।
এই প্রযুক্তির সাহায্যে লেখা শব্দগুলো জোরে পড়ার সুবিধাও আছে। এ ছাড়া তা ১০টি ভাষায় অনুবাদ করার সুবিধাও আছে। শ্রবণ প্রতিবন্ধী ছাড়াও পর্যটকদের এই প্রযুক্তি কাজে লাগবে। আগামী বছরের মার্চ নাগাদ এই প্রযুক্তিটির পরীক্ষা শেষ করবে মিতসুবিশি। এরপর এটি বাজারে ছাড়া হতে পারে।
-আইএএনএস, প্রথমআলো
মন্তব্য চালু নেই