মুক্তি পেল ‘জানে না এ মন’
আজ মুক্ত পেয়েছে ইমন-জানভী জুটি অভিনীত প্রথম সিনেমা ‘জানে না এ মন’। এটি পরিচালনা করেছেন এম এ রহিম। এ প্রসঙ্গে জানভী বলেন, আমার অভিনীত প্রথম ছবি মুক্তি পেল। অনুভুতি ভাষায় প্রকাশ করার মতো নয়।
চিত্রনায়ক ইমন জানালেন, ঢাকার ভেতরে দর্শকের সঙ্গে বসে অনেক চলচ্চিত্র দেখেছি আমি। তবে ঢাকার বাইরে এবারই প্রথম। সত্যিই এক অন্যরকম অনুভূতি।
উল্লেখ্য, আবদুল্লাহ জহির বাবুর গল্পে এম এ রহিমের পরিচালনায় ‘জানে না এ মন’ চলচ্চিত্রটি আজ সারা দেশের ৭১টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন। প্রযোজনা করেছে স্পর্শ টেলিমিডিয়া। আজ যশোরের মনিহার সিনেমা হলে সকালের শোতে দর্শকের সঙ্গে ইমন-জানভী ‘জানে না এ মন’ সিনেমাটি উপভোগ করেছেন।
মন্তব্য চালু নেই