মুক্তির প্রথম তিন দিনে ১০০ কোটি রুপি আয় করে রেকর্ড গড়েছে ‘সুলতান’

বলিউডে এখন বড় বাজেটের ছবিগুলোর ১০০ কোটি রুপির ক্লাবে ঢোকাটা যেন ফরজ! সুপারস্টার সালমান খানের নতুন ছবি ‘সুলতান’ ঈদের আগের দিন মুক্তির পর থেকেই এ আশা করা হচ্ছিলো। মাত্র তিন দিনেই সেই প্রত্যাশা পূরণ হয়েছে।

যশরাজ ফিল্মস প্রযোজিত ও আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ মুক্তির প্রথম তিন দিনে ১০০ কোটি রুপি আয় করে রেকর্ড গড়েছে। এ নিয়ে অভিজাত ক্লাবটিতে সালমানের ১০টি ছবি ঢুকতে পেরেছে। বলিউডের আর কোনো তারকার এই অর্জন নেই।

সালমানের ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘প্রেম রতন ধন পায়ো’ ছবি দুটিও তিন দিনে ১০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে। এ ছাড়া আমির খানের ‘ধুম থ্রি’ এবং শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ এই রেকর্ডের ভাগিদার।

গত ৬ জুলাই ভারতের চার হাজার ও অন্যান্য দেশের ১ হাজার ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ৯০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘সুলতান’। প্রথম দিনেই ৩৬ কোটি ৫৪ লাখ রুপি আর দ্বিতীয় দিনে ‘সুলতান’-এর ঘরে এসেছে ৩৭ কোটি ২০ লাখ রুপি।

হরিয়ানার কুস্তিগীর সুলতান আলি খানকে ঘিরেই ছবিটির গল্প। এ চরিত্রে অভিনয় করেছেন সালমান। সুলতানের প্রেমিকা কুস্তিগীর আরফা চরিত্রে আছেন আনুশকা শর্মা।



মন্তব্য চালু নেই