মুক্তির পর এই প্রথম বিক্ষোভের মুখে পড়লো ভারতের যে পর্ণ কমেডি মুভি

মুক্তির পাঁচদিনের মধ্যে ২৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে বলিউড ধামাকা সানি লিওনের সিনেমা ‘মাস্তিজাদে’। দ্বিতীয় সপ্তাহে যদি আর পাঁচ কোটির মত ব্যবসা করতে পারে, তাহলেই হিটের তকমা পেয়ে যাবে কম বাজেটের মিলাপ জাভেরির এই পর্ন কমেডি সিনেমাটি।

অথচ মাস্তিজাদে সিনেমায় অশ্লীলতার অভিযোগ তুলে লুধিয়ানায় বিক্ষোভ চলছে। চিত্র সমালোচকরাও এই সিনেমাকে প্রায় কোনো নম্বর দেননি। আম জনতাও প্রায় একমত, সানি লিওনের এই সিনেমা আর যাই হোক দেখার মত নয়।

কিন্তু সে সব তো প্রোডাক্টের প্যাকেজিংয়ের মত ব্যাপার। প্রোডাক্টের ভেতরের কথাতো জানলেন। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? সামনে যাই হোক, সানি কিন্তু তার গোপন ভক্তদের হৃদয়ে আছেনই।



মন্তব্য চালু নেই