মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা
নাটোর জেলার সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন সাবেক সেনাসদস্য ও মুক্তিযোদ্ধ ননীগোপাল কুন্ডু (৭৫) স্ত্রী চিত্রা কুন্ডু (৬০)।
সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, রবিবার সকালে ননী গোপালের বাড়ির সামনের টিউবওয়েলের পাশে চিত্রার লাশ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তার মুখে গামছা গোঁজা ছিল। প্রতিবেশীরা ঘরের ভেতরে গিয়ে বিছানার ওপর ননী গোপালের হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখেন। এরপর প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।
তিনি জানান, তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা করা হচ্ছে।
প্রতিবেশীরা জানান, সাবেক সেনা সদস্য ননী ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তিনি ঠিকাদারিতে যুক্ত ছিলেন। আগে সিংড়ার কুণ্ডরী গ্রামে থাকলেও ননী ও তার পরিবার বছর পাঁচেক আগে সাঁঐল গ্রামে বসবাস শুরু করেন। তাদের দুই ছেলে পুলক কুমার কুণ্ডু ও পিনাক কুমার কুণ্ডু ভারতে বসবাস করেন। দুই ছেলেই সেখানে পুলিশে চাকরি করেন জানিয়েছেন তারা।
মন্তব্য চালু নেই