মুক্তিপণ না পেয়ে ২ শিশুকে গলাকেটে হত্যা

মুক্তিপণ না পেয়ে শাকিল (১০) ও ইমরান (১১) নামে অপহৃত দুই শিশুকে গলাকেটে হত্যা করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মির্জাপুরের ময়ুরভাঙ্গা এলাকার একটি লেবুর বাগান থেকে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ। গত ২৭ জানুয়ারি ঢাকার ধামরাই থেকে অপহরণের শিকার হয় শিশু দুটি।

নিহত শাকিল ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের চর চৌহাট (দেলুটিয়া) গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আর ইমরান আবু বক্করের ছেলে। তারা স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ রাতেই দুই শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ২৭ জানুয়ারি দুপুরে শাকিল ও ইমরান মির্জাপুরের হাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা দেখতে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি।

পরদিন ২৮ জানুয়ারি বিকেল ৪টার দিকে মোবাইল ফোনে দুইজনের পরিবারের সদস্যের কাছে অপহরণকারী পরিচয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপর শুক্রবার বিকেলে তাদের বাড়ির অদূরে মির্জাপুরের ময়ুরভাঙ্গা এলাকার একটি লেবুর বাগানে স্থানীয়রা দুই শিশুর লাশ দেখে থানায় খবর দেয়।

ওসি মাইন উদ্দিন জানান, ‘অপহরণের পর মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা দুই শিশুকে গলা কেটে হত্যা করেছে।’



মন্তব্য চালু নেই