মীর নাছিরের গাড়িবহরে হামলা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নির্বাচনী প্রচারণার সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
শনিবার দুপুরে গুছরা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
মীর মোহাম্মদ নাছির উদ্দিনের একান্ত সহকারী মামুনুর রশিদ জানান, দুপুর ১২টার দিকে রাঙ্গুনিয়ার গুছরা বাজারে বিএনপির দলীয় প্রার্থীকে নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন মীর মোহাম্মদ নাছির উদ্দিন। বাজারে প্রচারণা শেষ করে সামনের দিকে যাওয়ার সময় পেছন থেকে ২০ থেকে ২৫ জনের একটি দল গাড়িবহরে হামলা চালায়।
তবে হামলায় কেউ আহত হয়নি বলে জানান তিনি।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “হামলার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
মন্তব্য চালু নেই