মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের হুমকি ঢাবি শিক্ষার্থীদের

রোহিঙ্গাদের নির্যাতন ও হত্যা বন্ধ না করলে বাংলাদেশে অবস্থিত মিয়ানমারের দূতাবাস ঘেরাওয়ের হুমকি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের সামনে মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ হুমকি দেন। মানববন্ধনে ঢাবির কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের হুমকি

মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের উপর গণহত্যা চলছে। অতি দ্রুত এ নির্যাতন বন্ধ করতে হবে। নয়ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মিয়নমারের দূতাবাস ঘেরাও করব।

মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের হুমকি1

এসময় বক্তারা রোহিঙ্গাদের মিয়ানমারে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ প্রদানের জন্য জাতিসংঘসহ সকল মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে শান্তিতে নোবেল জয়ী মিয়ানমারের অং সান সুচির নোবেল পদক কেড়ে নেওয়ার দাবি জানান।



মন্তব্য চালু নেই