মিয়ানমারকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

রোলবল বিশ্বকাপে মিয়ানমারকে ১১-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। হংকং, ভুটানের পর মায়ানমারকে উড়িয়ে জয়ের ধারা অব্যাহতও রাখলো স্বাগতিকরা।

আজ রবিবার সকালে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হয় বাংলাদেশ। তবে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে দুর্দান্ত জয় তুলে নেন হৃদয়-আসিফরা।

এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১৯-১ গোলে জয় পায় বাংলাদেশ। আর শুক্রবার ভুটানকে ৯-২ গোলের ব্যবধানে হারায়।



মন্তব্য চালু নেই