মিস ডিভা ইউনিভার্স হলেন নয়নিতা

ইন্ডিয়ান ডিভা বা মিস ইন্ডিয়া ইউনিভার্স ভারতের একটি সুন্দরী প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় নির্বাচিত হয় কে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন। এবার মিস ডিভা ইউনিভার্স নির্বাচিত হলেন বেঙ্গালোরের নয়নিতা লোধ। ১৯ অক্টোবর ১৪ জন প্রতিযোগীকে হারিয়ে মিস ডিভার খেতাব জেতেন ২১ বছরের নয়নিতা। তিনিই ভারতের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি বিচে মিস ইউনিভার্সের আসরে অংশগ্রহণ করবেন।

প্রথম রানার আপ হয়েছেন দিল্লির অলঙ্কৃতা সাহায়, দ্বিতীয় রানার আপের মুকুট উঠেছে বেঙ্গালোরের আশা ভটের মাথায়। গ্রান্ড ফিনালের বিচারকের আসনে ছিলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার, এষা গুপ্তা ও ডিজাইনার জুটি শান্তনু-নিখিল।



মন্তব্য চালু নেই