মিশুর মাগফিরাত কামনায় মিলাদ
শাহাদত হোসািন স্বাধীন, জাবি প্রতিনিধি : মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরর ছাত্র আরফাত আখতার মিশুর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার ( ০১ আগস্ট) বাদ আছর বিশ্ববিদ্যালয়েরর কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের প্রেশ ইমাম মিলাদ পরিচালনা করেন।
উল্লেখ্য গত ২৯ জুলাই সিরাজগঞ্জে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয় আরাফাত আখতার মিশু। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৪ তম ব্যাচের ছাত্র। মিশু শহীদ রফিক জব্বার হলের আবাসিক ছাত্র ছিলেন।
মিলাদ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের লোক অংশগ্রহন করে। মিলাদ মহাফিলে ছিলেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. সাঈদ ফেরদৌস,ড.মোঃ সিদ্দিকুর রহমান এ্যাপোলো। ছাত্রদের মধ্যে শহীদ রফিক জব্বার হলের ছাত্রলীগ সভাপতি নওশাদ আলম অনিক,সামাজিক সংগঠন বাধঁনের সভাপতি বিপ্লব হোসাইন সহ বিশ্ববিদ্যালয়েরর বিভিন্ন ব্যাচের তিনশতাধিক ছাত্র উপস্হিত ছিলো।
মিলাদ শেষে মিশুর বিদেহী আত্মার শান্তি কামনায় মেনাজাত করা হয়।
মন্তব্য চালু নেই