মিশরেও জনপ্রিয় শাহরুখ

বলিউড অভিনেতা শাহরুখ খান যে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক জনপ্রিয়, সেটার প্রমাণ মিলল আবারও। এবার সুদূর মিশরে প্রথমবারের মতো কোনো বলিউড তারকার সিনেমা হিসেবে শাহরুখ খানের হ্যাপি নিউ ইয়ার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর মিশরের রাজধানী কায়রোসহ বেশ কয়েকটি শহরের সিনেমা হলে মুক্তি পাচ্ছে শাহরুখের এ বছরের ব্লকবাস্টার সিনেমা হ্যাপি নিউ ইয়ার।

এর আগে শাহরুখ অভিনীত দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সুইজারল্যান্ডসহ বিদেশের একাধিক সিনেমা হল দাপিয়ে বেড়িয়েছে। গত কয়েক বছরে মুক্তিপ্রাপ্ত শাহরুখের চেন্নাই এক্সপ্রেস, ডন ২, জাব তাক হ্যায় জান সহ সবগুলো সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হয়েছে। একই দিনে সারা পৃথিবীতে মুক্তি পেয়েছে সিনেমাগুলো। কিন্তু এর মধ্যে কোনোটিও এখন পর্যন্ত মিশরের গণ্ডিতে ঢোকেনি। এবার প্রথমবারের মতো মিশরের কয়েকটি হলে শাহরুখের সিনেমার পোস্টার লাগছে।



মন্তব্য চালু নেই