মির্জা ফখরুলের নামে ভুয়া ফেসবুক : বিএনপি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ অভিযোগ করেন।
রিজভী বলেন, যারা এ অ্যাকাউন্ট চালাচ্ছে তাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের কোনো সংশ্লিষ্টতা বা সম্পর্ক নেই। তা ছাড়া তাঁর কাছ থেকে এ বিষয়ে কোনো অনুমতিও নেয়নি। সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যেই কতিপয় অসাধু ব্যক্তি এ ফেসবুক আইডি চালাচ্ছে। অবিলম্বে এটি বন্ধ না করলে আইনগত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য চালু নেই