মির্জা ফখরুলের জামিন, মুক্তিতে বাধা নেই
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।তাঁর মুক্তিতে কোনো বাধা নেই।বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ তাকে তিন মাসের জামিন দেন।
ফখরুলের আইনজীবী সগীর হোসেন লিওন সাংবাদিকদের জানান, জামিনের ফলে মির্জা ফখরুলের মুক্তি পেতে আর কোনো আইনি বাধা নেই।আজ মঙ্গলবার আদালতে মির্জা ফখরুলের পক্ষে আইনজীবী লিওনের সঙ্গে ছিলেন জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল ফজলুর রহমান খান।
এর আগে গত ১১ নভেম্বর রুলের শুনানিতে অংশ নেন ফখরুলের আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।
এ রুল নিষ্পত্তির জন্য গত ০২ নভেম্বর দুই সপ্তাহ সময় বেধে দেন আপিল বিভাগ।
আপিল বিভাগ এ তিন মামলায় আত্মসমর্পণের সময় বাড়ানোর আবেদন নাকচ করার পর গত ০৩ নভেম্বর বিচারিক আদালত ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন ফখরুল। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলে পাঠায়।
মন্তব্য চালু নেই