মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫ পেয়েছে
টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে প্রতি বছরের মত এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার শতভাগ জিপিএ-৫। চলতি বছরের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সর্বমোট ৪৯ জন পরীক্ষার্থী।
শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ থেকে জানা যায়, অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর মধ্যে শুধুমাত্র একজন ছাত্র বাদে প্রত্যেকেই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। তারা সবাই বিজ্ঞান বিভাগের অধীনে পরীক্ষা দিয়েছিল।
এই জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্রদের নাম হল- তামজিদ শারহান হোসাইন, আশিকুর রহমান, ফাতিন ইসরাক ফারুক, আল-শাহরিয়ার আহমেদ, কাওসার আহমেদ ইয়াছিন, খন্দকার সাদমান সাকিব, সাকলাইন তুষার ভূইয়া, সৈয়দ আহমেদুল কাভি, ইমরানুল বাশার, তৌফিক এলাহী, মাশরাফি বিন আজম, আরিফ মোহাম্মদ ইফতেখার, সাদ বিন জহির, সৈয়দ ফারহান আহমেদ, সাজেদ রহমান, শিহাব মোহতাসিম শুভ, শাহারিয়ার আহমেদ, শাহরিয়ার আহমেদ পাভেল, শামীম আবেদ শান্ত, ফাইয়াজ শাহরিয়ার, আবির হাসান ভূইয়া, রকিন এম মুকতাদির, সিরাজুম মামুন, সাফা মুত্তাকিন, মাহমুদুল হাসান ইউসুফ, মাহদি বিন হাসান, মেহেদী হাসান সুলতান মাহমুদ, নাজমুস সাকিব, তানভীর আহমেদ হৃদয়, আনাস আমিন রহমান, আরিফ ইবনে ইয়ার, হাসিবুল ইসলাম আপন, শিহাব শাহরিয়ার, আবু জাহিদ, সিহাবুর রহমান, রায়হান কবির, মাহিন জামান লাবিব, মাশরুফ হাসান নাইম, সৈয়দ ওয়ালীউল্লাহ, মারজান ফিরোজ, ফরহাদ হোসাইন, মারুফ আল আলিফ খান, ফয়সাল ইমরান সোহাগ, কামরুল ইসলাম, সাইফ আল সাফাত, তানভীর হাসান রাকিব, তামিম আহমেদ, আহসান উল হোসাইন।।
মন্তব্য চালু নেই