মির্জাপুরে মৃদু ভুকম্পনে জনজীবনে আতংক

টাঙ্গাইলের মির্জাপুরে আজ দুপুরে ভয়াবহ ভূমিকম্প বয়ে গেছে। এসময় চারিদিকে আতংকে অনেকে চিৎকার করে উঠে। এছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই ভূকম্পনের খবর পাওয়া গেছে।

শনিবার দুপুর ১২টা ১৫ মিনিট থেকে মির্জাপুর উপজেলায় মৃদু ভূকম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পের স্থায়ীত্ব প্রায় ১মিনিট বিরাজমান ছিল। যার রিখটার স্কেলের আনুমানিক মাত্রা ৫ দশমিক তিন এর মতো ছিল।

এসময় মির্জাপুর সদরের বহুতল ভবন থেকে অনেকেই আতংকে বের হয়ে আসে। ভুমিকম্প পরবর্তী সময়ে, কয়েকজনের সাথে কথা বললে বাসা-বাড়ির মহিলারা জানান; আমরা দুপুরের রান্না করছিলাম, হঠাৎ করেই দেখি পানি নড়তে থাকে এবং ঘরের ফ্যানগুলো দোল ছিল। এক পর্যায়ে তীব্রতা বেড়ে গেলে আমি দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যায়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত উপজেলার কোথাও কোন হতা-হত কিংবা কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।।

এর উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে ৭৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে নেপালের লামজুক নামক স্থানে। আর কেন্দ্রস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক পাঁচ ছিল। ঢাকার পর ভারতের দিল্লি, বিহার ও পশ্চিমবঙ্গসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভুত হয়।



মন্তব্য চালু নেই