মির্জাপুরে মা’সহ তিন মেয়েকে পুড়িয়ে হত্যা মামলার এজহারভুক্ত ৫ আসামী আটক হয়নি
টাঙ্গাইলের মির্জাপুরে মাসহ তিন মেয়েকে পুড়িয়ে হত্যা মামলার চার মাস পরও চার্জশিট দেয়া হয়নি। মামলার তদন্ত প্রক্রিয়া নিয়ে বাদীর পরিবারের সদস্যরা হতাশা প্রকাশ করেছেন।
গত ৬ অক্টোবর মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় মির্জাপুরের সোহাগপাড়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩৫) এবং তার তিন মেয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী মনিরা আক্তার (১৪), মীম আক্তার (১০) ও ব্র্যাক স্কুলের নার্সারি শ্রেণীর শিক্ষার্থী মলি আক্তার (৭) কে ঘরে ঘুমন্ত অবস্থায় পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওই গ্রামের জাহাঙ্গীর আলমকে প্রধান করে ১০ জনকে আসামি করে মির্জাপুর থানায় মজিবরের শ্যালক মোফাজ্জল হোসেন বাদী হয়ে মামলা করেন।
গত ২২ নভেম্বর মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলম (২৬) কে পুলিশ তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন। এর আগে বিভিন্ন সময় মামলার এজারহারভুক্ত আসামিসহ পুলিশ আরও ১৯ জনকে গ্রেপ্তার করে। এখনও এই মামলার এজাহারভুক্ত আরও ৫ আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ জন জামিনে রয়েছে।
গ্রেপ্তারের পর প্রধান আসামি জাহাঙ্গীর ও তার চাচাত ভাই নুর মোহাম্মদ নিপু টাঙ্গাইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এদিকে ঘটনার চার মাস পরও মামলার চার্জশিট দিতে পারেনি পুলিশ। এ নিয়ে বাদীর পরিবারের সদস্যদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
নিহত হাসনার বাবা আলাউদ্দিন ও মামলার বাদী হাসনার ভাই মোফাজ্জল হোসেন জানান, যে গতিতে মামলার তদন্ত হচ্ছে তাতে তারা হতাশ হয়ে পড়েছেন। এছাড়া চার মাসেও চার্জশিট না দেয়ায় মামলার ভবিষ্যত নিয়ে তারা শংকিত।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মামলাটি পুলিশের মনিটরিং সেলে অন্তর্ভুক্তি হয়েছে। অচিরেই এ মামলার চার্জশিট দেয়া হবে বলে তিনি আশা করেন।
মন্তব্য চালু নেই