মির্জাপুরে বাল্যবিবাহ ও নারী নির্যাতন বন্ধের দাবীতে মানব-বন্ধন
‘১৮ বছরের আগে বিয়ে নয়, ২০ বছরের আগে মা নয়’ এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে বাল্যবিবাহ বন্ধসহ সকল প্রকার নারী নির্যাতন বন্ধের দাবিতে র্যালি ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ছাওয়ালী ভাতকুড়া এম কে এম বি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনের সড়কে বেসরকারি এনজিও ব্রাক এর মহেড়া ইউনিয়নে পল্লী সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এর আগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার ও ছাওয়ালী বাজার প্রদক্ষিণ করে।
এ সময় মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বিভাস সরকার নুপুর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, ব্রাক মহেড়া ইউনিয়নের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর এফ, ও (আই বি) শাহানাজ পারভীন, সহকারি শিক্ষক শাজাহান, অজিত কুমার বনিক, আব্দুর রহমান তালুকদার, পরিচালনা পরিষদের সদস্য, পল্লী সমাজের সদস্য, বিদ্যালয়ের ছাত্রী এবং অভিভাবকবৃন্দ র্যালি ও মনববন্ধনে অংশগ্রহণ করেন
আরাফাত ইসলাম, (মির্জাপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ ‘১৮ বছরের আগে বিয়ে নয়, ২০ বছরের আগে মা নয়’ এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে বাল্যবিবাহ বন্ধসহ সকল প্রকার নারী নির্যাতন বন্ধের দাবিতে র্যালি ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ছাওয়ালী ভাতকুড়া এম কে এম বি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনের সড়কে বেসরকারি এনজিও ব্রাক এর মহেড়া ইউনিয়নে পল্লী সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এর আগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার ও ছাওয়ালী বাজার প্রদক্ষিণ করে।
এ সময় মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বিভাস সরকার নুপুর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, ব্রাক মহেড়া ইউনিয়নের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর এফ, ও (আই বি) শাহানাজ পারভীন, সহকারি শিক্ষক শাজাহান, অজিত কুমার বনিক, আব্দুর রহমান তালুকদার, পরিচালনা পরিষদের সদস্য, পল্লী সমাজের সদস্য, বিদ্যালয়ের ছাত্রী এবং অভিভাবকবৃন্দ র্যালি ও মনববন্ধনে অংশগ্রহণ করেন
মন্তব্য চালু নেই