মির্জাপুরে পেনশনারদের স্বাস্থ্য সেবা কর্মসূচীর উদ্বোধন

টাঙ্গাইলের মির্জাপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের টাকা তুলতে আসা ব্যক্তিদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচী কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু।

এছাড়া পেনশনাদের টাকা গ্রহনের সময় অপেক্ষার জন্য নির্ধারিত বসার স্থান এবং টয়লেটেরও ব্যবস্থা করা হয়েছে।

এসময় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ ও উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ।



মন্তব্য চালু নেই