মির্জাপুরে নকল ওষুদ বিক্রির দায়ে জরিমানা আদায়
টাঙ্গাইলের মির্জাপুরে সরকারের অনুমোদনহীন ওষুধ অটোরিকশাযোগে ফেরি করে বিক্রির অপরাধে আলী হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ এ জরিমানা আদায় করেন।
জানা যায়, গত কয়েক মাস ধরে আলী হোসেন মির্জাপুর সদর এলাকায় সিএনজি অটোরিকিশায় ওষুদ নিয়ে মাইকিং করে কবিরাজী ওষুদ বিক্রয় করে আসছিল। তিনি জানান; গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার বারেক হাজী মার্কেটের হারুন অর রশিদ নামে এক ব্যক্তির কাছ থেকে “প্রীতি টাইগার স্প্রে” নামে ব্যাথার ওষুধ ক্রয় করে তা মির্জাপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
বুধবার দুপুরে আলী হোসেন সিএনজি চালিত অটোরিকশাযোগে উপজেলা পরিষদ এলাকায় মাইকিং করে এই ওষুধ বিক্রি করার সময় তা নির্বাহী কর্মকর্তার নজরে আসে। পরে নির্বাহী কর্মকর্তা মাসুম আহমেদ ওষুধগুলো জব্দ করে দেখতে পান এগুলো সরকারের অনুমোদনহীন নকল ওষুধ। এরপর তিনি আলী হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় এনে তার কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় এবং পরবর্তীতে ওষুধগুলো ধ্বংস করেন।
মন্তব্য চালু নেই