মির্জাপুরে দুইশত বছর আগের দেবতার মূর্তি চুরি
টাঙ্গাইলের মির্জাপুরে দুইশত বছরের পুরনো ৮টি পিতলের মূর্তি ও তৈষজপত্র ঠাকুর ঘর থেকে চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলা সদরের মির্জাপুর (সাহাপাড়া) গ্রামে। এই ঘটনায় গৃহকর্তা মিহির কুমার পোদ্দার সোমবার মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
জানা গেছে, দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির আঙিনা সংলগ্ন মিহির কুমার পোদ্দারের বাড়ির ঠাকুর ঘরটিতে প্রায় ২শত বছরের পুরনো দেবতার মূর্তিসহ তৈষজপত্র রয়েছে এবং পূজা-পার্বণ হয়ে আসছে। শুক্রবার রাতে ঠাকুর ঘরটি থেকে দরজার কয়রা ভেঙে ৮টি পিতলের মূর্তি, একটি সিংহাসন, ঠাকুরের ৬টি স্বর্ণালংকার, একজোড়া রূপার নূপুর এবং ৫টি পিতলের তৈষজপত্র চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে; মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, পুলিশ চুরি হওয়া দেবতার মূর্তিসহ তৈষজপত্র উদ্ধারে কাজ করছে।
মন্তব্য চালু নেই