মিরা রাজপুতের প্রথম স্বামী নন শহীদ কাপুর!

শহীদ কাপুর ও মিরা রাজপুত দম্পতি বলিউডের অন্যতম আলোচিত জুটি। সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ৬২তম আসরে হাজির হয়েছিলেন এই জুটি। সেখানেই স্ত্রী মিরার একটি গোপন তথ্য ফাঁস করেন শহিদ।

শহীদ কাপুর বলেন, আমি মিরার দ্বিতীয় স্বামী! মোবাইল ফোন হচ্ছে ওর প্রথম স্বামী। কারণ ও সবসময় ফোন নিয়ে ডুবে থাকে। এমনকি আমরা যখন একসঙ্গে থাকি এবং আমি যখন ওর সঙ্গে কথা বলে যাই তখনও মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে ও। জানি না কি পেয়েছে এর মধ্যে!

শহীদের এসব কথায় একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান মিরা। পরিস্থিতি সামাল দিতে শহীদকে উদ্দেশ্য করে মিরা বলেন, আমার প্রথম ভালোবাসা ও স্বামী তুমি। ভুল বুঝ না!

২০১৫ সালের ৭ জুলাই বিয়ে করেন শহীদ কাপুর ও মিরা রাজপুত। তাদের মিশা নামে একটি কন্যা সন্তান রয়েছে।



মন্তব্য চালু নেই