মিরাজের জোড়া আঘাতে কাঁপছে ইংল্যান্ড
তামিম ইকবালের সেঞ্চুরিতে মিরপুর টেস্টের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। কিন্তু শেষপর্যন্ত চরম ব্যাটিং বিপর্যয়ে প্রথম দিনেই ২২০ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস।
নিজেদের প্রথম ইনিংসে মিরপুর শেরে-ই বাংলায় ব্যাটিং করছে ইংল্যান্ড ক্রিকেট দল
সংক্ষিপ্ত স্কোর : এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১০.২ ওভার শেষে ৩ উইকেটে ৪২ রান। ক্রিজে ব্যাট করছেন জো রুট (৯) ও মঈন আলী । আউট হয়ে ফিরে গেছেন বেন ডাকেট (৭), অ্যালিস্টার কুক ১৪), গ্যারি ব্যালেন্স (৯)।
বাংলাদেশ দলে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার শফিউল ইসলামের পরিবর্তে খেলছেন অফস্পিনার শুভাগত হোম। অর্থাৎ এইটেস্টে এক পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। একমাত্র পেসার হিসেবে রয়েছেন কামরুল ইসলাম রাব্বি। দলে চার স্পিনার।
ইংল্যান্ড দলে দুটি পরিবর্তন এসেছে। পেসার স্টুয়ার্ট ব্রডকে বিশ্রামে রেখে খেলানো হচ্ছে আরেক পেসার স্টিভেন ফিনকে। স্পিনার গ্যারেথ ব্যাটির জায়গায় খেলছেন স্পিন অলরাউন্ডার জাফর আনসারি।
মন্তব্য চালু নেই