মিরাজদের কোচ দায়িত্ব নিবেন নারী দলেরও
আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুলকে। গতকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেন তিনি।
নারীদের ব্যাটিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোপূর্বে মোহাম্মদ সালাউদ্দিনকে চেয়েছিলো। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করানো এই কোচ সময় দিতে না পারায় বাবুলকে এ দায়িত্বে বেছে নেয় বিসিবি।
বিশ্বকাপের প্রস্তুতি জোরদারের লক্ষ্যে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন বিকেএসপিতে অবস্থান করছে। গতকাল বৃহস্পতিবার বিকেএসপিতে ছেলেদের অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলের বিপক্ষে নারী ক্রিকেট দলের প্রস্তুতিমূলক একটি ম্যাচ হয়।
এদিন মাঠে উপস্থিত থেকে মেয়েদের ব্যাটিং নিয়ে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন বাবুল। তিনি বলেন, ‘দলটা আগে থেকেই প্রস্তুতিতে ছিলো। আমাকে হেল্পিংহ্যান্ড হিসেবে বিসিবির পক্ষ থেকে নিয়োগ দেয়া হয়েছে। আমি মূলত বিশ্বকাপে যাওয়ার আগে এদের কিছু দিক-নির্দেশনা দিবো, এই আরকি! এছাড়া অন্য কিছু না।
মন্তব্য চালু নেই