মিরপুরের উইকেটে ‘রহস্য’ খুঁজে পেলেন অশ্বিন

বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে ১০৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে সফরকারী ইংল্যান্ড। শেষ ৬৪ রানে ১০ উইকেট হারিয়েছে সফরকারীরা।

আর ইংলিশদের এমন পরাজয়ের পরই টুইট করলেন ভারতের স্পিনার রবি চন্দন অশ্বিন।

সামনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ভারত। বাংলাদেশের বিপক্ষেও টেস্ট খেলবে দেশটি। তাই হয়তো মিরপুরের টেস্টে নজর রেখেছিলেন অশ্বিন।

আর ইংলিশদের এমন ব্যাটিং বিপর্যয়ের পর টুইট বার্তায় অশ্বিন লেখেন, সাম্প্রতিক পরিসংখ্যান দেখলে বলা যায় যে- মিরপুরের উইকেট যে কোনো সফরকারী দলের খেলার জন্য সবচেয়ে রহস্যময় ভেন্যু।



মন্তব্য চালু নেই