মিথ্যাচার ও কূটকৌশল করে পার পাবেন না : রিজভী
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন,সরকার মিথ্যাচার ও কূটকৌশল করে পার পাবেন না। অবিলম্বে আলোচনার মাধ্যমে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। না হলে আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন। তিনি বলেন,একটা মিথ্যাচার ঢাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার অনৈতিক সরকার হাজারটা মিথ্যাচার করছে ।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন,প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফর নিয়ে কী জঘন্য মিথ্যাচার করা হচ্ছে। তারা প্রচার করছে ক্যামেরন নাকি বলেছেন ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। অথচ সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি। ১৫৪ জন কোনো ভোট পায়নি। এ নির্বাচন যুক্তরাজ্যসহ কারও কাছে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে একটি সুষ্ঠু গণতন্ত্র চাইলে অবিলম্বে সকলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, সানাউল্লাহ মিয়া, আসাদুল করীম শাহিন প্রমুখ।
মন্তব্য চালু নেই