মিঠাপুুকুরে হত্যা মামলার আসামি গ্রেফতার
রংপুরের মিঠাপুকুরে বৃদ্ধা রেহানা বেগম (৬৫) হত্যাকান্ডের ঘটনায় লাভলু (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে ভাংনি ইউনিয়নের হুলাশুগঞ্জ মধ্যচর এলাকাথেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লাভলু কাফ্রিখাল ইউনিয়নের শঙ্করপুর গ্রামের আব্দুল ছাত্তারের পুত্র বলে জানাযায়।
এ ঘটনায় গত ২৮ আগষ্ট শ্যামপুর গ্রামের আলহাজ্ব মোজা মিয়ার ছেলে আতাউর নামে এক যুবককে আটক করে নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ। পরে ম্যাজিষ্ট্রেটের জবানবন্দী শেষে তাকে ছেড়ে দেয়া হয়। এরই সূত্র ধরে লাভলুকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।
মিঠাপুকুর থানা অফিসার ইনাচার্জ হুমায়ুন কবীর বলেন, দির্ঘদিন পলাতক থাকার পর অবশেষে মুল আসামী লাভলুকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
উল্লেখ্য, গত ২৬ জুলাই রাতে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের মিয়ারহাট শংকরপুর গ্রামে বাড়িতে প্রবেশ করে কৃষক খায়রুল আলম খোকার স্ত্রী রেহানাকে ছুরি দিয়ে আঘাত করে একই গ্রামের লাভলু মিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মন্তব্য চালু নেই