মিঠাপুুকুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
রংপুরের মিঠাপুকুরে রাণীপুুকুর আদর্শ কিন্ডার গার্টেণ এর আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাণীপুকুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার (অবঃ) আলহাজ্ব ডাঃ আ.ই. গোলাম মোস্তফা। এতে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ খাঁন।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও রাণীপুকুর স্কুল অ্যান্ড কলেজের সভাপতি শফিকুল ইসলাম রাঙ্গা, রাণীপুকুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি, সহকারী অধ্যাপক সেকান্দার আলী মন্ডল, প্রভাষক নূর মোঃ মোস্তাক আলী হাকিম, প্রাক্তন শিক্ষক আলহাজ্ব আব্দুল খালেক, নূরুল ইসলাম রুপাল, ওয়ারেন্ট ওফিসার (অবঃ) মোকলেছ প্রামানিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ প্রামানিক, সমাজ সেবক ও শিক্ষানুরাগী সিদ্দিক হোসেন, ইউপি সদস্য দেলোয়ার হোসেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুপসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করীম, রাণীপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা আক্তার বানু, রাণীপুকুর স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সদস্য শহিন বিপ্লব ও সহকারী শিক্ষক রেজাউল করিম সবুজ।
মন্তব্য চালু নেই