মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যানকে অব্যহতি

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর): রংপুরের মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাকির হোসেনকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। বুধবার এ সংক্রান্ত এক আদেশ মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এসে পৌছায় ।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সালাহ্উদ্দিন জানান, স্থানীয় সরকার মন্ত্রণায়ের সিনিয়র সহকারি সচিব স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেয়া হয়। আদেশে আরও বলা হয় এখন থেকে উপজেলার আর্থিকসহ বিভিন্ন দায়িত্ব পালন করবে উপজেলা নিবার্হী কর্মকর্তা।

উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন সরকার ২০০৯ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এর পর ২০১৪ সালে নির্বাচনে মিঠাপুকুর থেকে জামায়াতের প্রার্থী উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক গোলাম রব্বানি বিজয়ী হন। পরাজিত হন জাকির হোসেন সরকার। বোমা হামলা ও নাশকতার মামলায় গোলাম রব্বানি গ্রেফতার হয়ে জেলে থাকায় এতদিন জাকির হোসেন সরকার উপজেলা চেয়াম্যানের দায়িত্ব পালন করছিলেন।



মন্তব্য চালু নেই