মিঠাপুকুরে ৪ হাজার পিস ইয়াবাসহ কথিত স্বামী-স্ত্রী আটক
রংপুরের মিঠাপুকুরে ৪ হাজার ৬৫ পিস ইয়াবাসহ কথিত স্বামী-স্ত্রীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে উপজেলার শঠিবাড়ী বন্দর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটকের পর মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়।
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, কামাল হোসেন (৪৫) নামে এক যুবক শঠিবাড়ীতে মাছের ব্যবসার আড়ালে ইয়াবার ব্যবসার সাথে জড়িত বলে খবর পাওয়া যায়। মঙ্গলবার রাতে রংপুর র্যাব-১৩ এর একটি দল মিঠাপুকুর থানার পুলিশের সহায়তায় শঠিবাড়ীর বড় মির্জাপুর এলাকায় আব্দুল খালেক মাহমুদ সুজনের বাড়িতে অভিযান চালায়। ওই বাসায় তল্লাশি চালিয়ে ৪ হাজার ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় নতুন ভাড়াটিয়া কামাল হোসেন (৪৫) ও তার কথিত স্ত্রী রাতিকা চৌধুরানী (৩০) কে আটক করা হয়। তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে বলেও জানান ওসি। তিনি আরও জানান, আটক কামাল হোসেন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। খুলনা সিটি করপোরেশনের খানজাহান আলী থানার শীরোমণি পূর্বপাড়ার আকতার হোসেনের ছেলে সে। তার স্ত্রী দাবিদার রাতিকা চৌধুরানী রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানুর ভাগ্নি। তার বাবার নাম রাঙা মিয়া।
এলাকাবাসী জানান, শঠিবাড়ী এলাকার কিছু ব্যক্তির ছত্রছায়ায় আটক ইয়াবা ব্যবসায়ী কামাল ইয়াবার চালান নিয়ে আসেন।
মন্তব্য চালু নেই