পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তাদের গাফিলতি
মিঠাপুকুরে ৪ দিন ধরে অন্ধকারে ৫ শতাধীক বিদ্যুৎ গ্রাহক
রংপুরের মিঠাপুকুর সদরের কাশিপুর গ্রামের ৫ শতাধীক বিদ্যুৎ গ্রাহক অন্ধকারে রাত কাটাচ্ছেন। ট্রান্সফরমার বিকল হওয়ায় একাধীকবার অভিযোগ করলেও রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তাদের গাফিলতির অভিযোগ করেছেন গ্রাহকরা। এরফলে গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী গ্রাহকরা জানান, কয়েকদিন আগে কাশিপুর গ্রামের একটি ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এরপর ওই এলাকার গ্রাহকরা রংপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ে গিয়ে একাধীকবার অভিযোগ করেন। কিন্তু, ওই কার্যালয়ের কর্মকর্তারা বিষয়টি নিয়ে গাফিলতি শুরু করেন।
এ পর্যন্ত পল্লী বিদ্যুতের কোন কর্মকর্তা-কর্মচারী কাশিপুরে এসে ঘটনাস্থল পরিদর্শন করেনি। কাশিপুর গ্রামের বাসিন্দা ও মোটর শ্রমিক ইউনিয়নের মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি বাবলু মিয়া বলেন, ৪ দিন ধরে এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই। পল্লী বিদ্যুৎ কার্যালয়ে একাধীকবার জানানো হলেও তারা কর্ণপাত করেননি।
ওই গ্রামের আরেক বাসিন্দা সোহেল রানা বলেন, পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তাদের চমর গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে। কবে নাগাদ বিদ্যুৎ সংযোগ পাব ঠিক বলতে পারছিনা। এলাকাবাসি অনতিবিলম্বে কাশিপুর গ্রামে বিদ্যুতের পুনঃসংযোগ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্য এইচএন আশিকুর রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ের অভিযোগ কেন্দ্রের মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হয়। কিন্তু, তারা ফোন রিসিভ করেননি।
মন্তব্য চালু নেই