মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ রংপুরের মিঠাপুকুরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজন। তাঁদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের বৈরাগীগঞ্জে এ ঘটনা ঘটে। এসময় দুর্ঘটনা কবলিত ট্রাক ২টি মহাসড়কের ওপর থাকায় দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিনুল ইসলাম বলেন, বাঘবাবাড়ি থেকে সারবোঝাই একটি ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বৈরাগীগঞ্জ নামকস্থানে পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের সামনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাথরবোঝাই আরেকটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে, সারবোঝাই ট্রাকের চালক নওশাদ মিয়া (২৭) ঘটনাস্থলেই মারা যান। তিনি ট্রাক চালকের পেছনের ক্যাবিনে ঘুমিয়ে ছিলেন। এসময় তাঁর সহকারী ট্রাক চালাচ্ছিলেন। নিহত ট্রাক চালক সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শক্তিপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।

এঘটনায় অপর ট্রাকের চালকসহ আরো ৩জন আহত হয়েছেন। তাঁদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ২টি সড়কের ওপর থাকায় দুই শতশত যানবাহন আটকা পড়ে। এতে, যাত্রীরা অবর্ণনীয় দুভোর্গে পড়েন। পুলিশ প্রায় আধা ঘন্টা চেষ্টা চালানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।



মন্তব্য চালু নেই