মিঠাপুকুরে সমিতির সঞ্চয়ের টাকা নিয়ে সংঘর্ষ ॥ আহত ৭

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ রংপুরের মিঠাপুকুরে সমবায় সমিতির সঞ্চয়ের টাকা নিয়ে সদস্যদের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসি ও সমিতির সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার শঠিবাড়ী হাটের কাছে পাইলার বাজার নামকস্থানে ব্যবসায়ী আব্দুর রাজ্জাক আরও ১৭জন ব্যবসায়ীদের নিয়ে একটি সমিতি গঠন করেন। দৈনিক ৫’শ টাকা হারে প্রত্যেক সদস্য সঞ্চয় প্রদান করে থাকেন। প্রতি ১০ দিন পর সঞ্চয়ের টাকা একজনকে ঋণ দেওয়া হয়। কিন্তু, সদস্য শিপন সঞ্চয়ের টাকা নেওয়ার পর দৈনিক সঞ্চয় দেওয়া বন্ধ করে দেন। এ নিয়ে আব্দুর রাজ্জাক ও শিপনের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে শিপন ও তার লোকজন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে রাজ্জাকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। তাদের মারপিটে আব্দুর রাজ্জাক, আবু বক্কর, আনজিনা, মফেলা বেগমসহ অন্তত ৭ জন আহত হন। এদের মধ্যে ৪ জনকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, প্রতিপক্ষরা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নগদ ৭৫ হাজার টাকাসহ লক্ষাধীক টাকার মালামাল লুট করেছে। এ ঘটনায় তিনি থানায় একটি অভিযোগ দিয়েছেন।



মন্তব্য চালু নেই