ইসলামিক ফাউন্ডেশন-এর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
মিঠাপুকুরে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ
মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ রংপুরের মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশন-এর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী, টিভি প্রদর্শনী ও ২০১৫ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার দুপুরে রাণীপুকুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীপুকুর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের প্রভাষক নুর মোহাম্মদ মোস্তাক আলী হাকিম।
মাওলানা মোহাম্মদ সেলিম আখতারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাদারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুল আলম, সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওলানা মোঃ শামীম মিয়া, মাওলানা মোঃ রোস্তম আলী, হাফেজ মোঃ আশিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুর রহমান। শেষে রাণীপুকুর ইউনিয়নের ৬টি কেন্দ্রের ৩০ জন শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ, কলম ও ডায়েরী বিতরণ করা হয়।
মন্তব্য চালু নেই