মিঠাপুকুরে যানবাহন লক্ষ্য করে ককটেল বিস্ফোরন

রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহি বাসে পেট্রোল বোমা হামলায় ৬জন নিহতের ঘটনার ৫০ দিন পর আবারও শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলা সদরে মহাসড়কে পেট্রোল ঢেলে যানবাহন লক্ষ্য করে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে।
এসময় পুলিশ অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- জামায়াত কর্মী মজনু, ফল ব্যবসায়ি রফিকুল, কসমেটিকস্ ব্যবসায়ি খোরশেদ ও চা দোকানদার পাপুল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৮/১০ জন যুবকের একটি দল আকস্মিকভাবে উপজেলা সদরের হামিদ মার্কেটের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে পেট্রোল ঢেলে যানবাহন লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরিত হলে লোকজন আতঙ্কে নিরাপদ স্থানে যাওয়ার জন্য ছোটাছুটি শুরু করে। ককটেল বিস্ফোরিত হলেও মহাসড়কে আগুন ধরেনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনার পর নির্বাহি মেজিট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মামুন অর রশিদের নেতৃত্বে বিজিপি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। দীর্ঘদিন পর শান্তিপূর্ণ পরিবেশে হঠাৎ করে ককটেল বিস্ফোরনের ঘটনায় জনমনে অতঙ্ক দেখা দিয়েছে।
মন্তব্য চালু নেই