রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মিঠাপুকুরে মুক্তিযোদ্ধা দুলাল সরকারের ইন্তেকাল

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ রংপুরের মিঠাপুকুরে বীর মুক্তিযোদ্ধা দুলাল সরকার আর নেই। মঙ্গলবার ভোররাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সন্তানসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

মুক্তিযোদ্ধার পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবণতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে তিনি মৃত্যু বরণ করেন। মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের আবিরের পাড়া গ্রামে বিকেলে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মিঠাপুকুর ইউএনও মোহাম্মদ সালাহ্উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদুর রহমান, সাবেক কমান্ডার আইয়ুব আলী শেখ। রাতে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করার কথা।



মন্তব্য চালু নেই