চাঁদা দাবির অভিযোগ
মিঠাপুকুরে মাদরাসা সুপারের উপর সন্ত্রাসী হামলা
মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে পচারহাট দাখিল মাদরাসার সুপার আব্দুল আজিজ মিয়ার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই সুপার উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহি অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে।
সুপার আব্দুল আজিজ মিয়া বলেন, মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বিল-বেতন সিটে স্বাক্ষর নেওয়ার জন্য উপজেলা নির্বাহি অফিসারের কাছে যাই। ইউএনও কার্যালয়ে প্রবেশ করার পূর্বেই ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মোহাম্মদ হোসেন সরকারের ছেলে আল-আমিন সরকার আমাকে ডেকে উপজেলা নির্বাচন কার্যালয়ের কাছে নিয়ে যায়। তাঁর সাথে আরও ৮/১০ জন ছেলে ছিল। এসময় আল-আমিন সরকার আমার কাছে দুই লাখ চাঁদা দাবি করে। চাঁদার দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার উপর আক্রমন চালায়। মারপিট করে কাজগপত্র, টাকা ও চেকবই ছিনিয়ে নেয়। তাদের হাত থেকে বাঁচতে আশপাশের লোকজনের সহায়তার উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে গিয়ে অবস্থান নেই। সুপার আব্দুল আজিজ মিয়া আরও বলেন, ঘটনার পর থেকে আল-আমিন আমাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করছেন। আমার বাড়ীঘর ও রাষ্ট্রদ্রোহী মামলা জড়াবে বলে হুমকি দিচ্ছে। আমি নিরাপত্তহীনতায় ভুগছি। উপজেলা শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম বলেন, আমি একটি অনুলিপি পত্র পেয়েছি। আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে। ইমাদপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী বলেন, ঘটনার পরপরই সুপার আমাকে বিষয়টি অবহিত করেছে। আমি উর্দ্ধত্বন কর্তৃপক্ষের নিকট বিষয়টি জানিয়েছি।
মন্তব্য চালু নেই