মিঠাপুকুরে মাতৃত্বকালীন ভাতাভোগীদের প্রশিক্ষণ উদ্বোধন

রংপুরের মিঠাপুকুরে দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা কর্মসূচীর আওতায় ৫দিন ব্যাপি প্রশিক্ষণ আজ মঙ্গলবার উদ্বোধন হয়েছে। দুর্গাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহা. হারুন-অর রশীদ।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম প্রামাণিক। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার সেলোয়ারা বেগম, সহযোগি এনজিও ভিপিও’র নির্বাহী পরিচালক শাহজাহান মিয়া প্রমুখ। প্রশিক্ষণে ৪৮ জন ভাতাভোগি অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহা. হারুন-অর রশীদ গর্ভবতী নারীর স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি, বাল্য বিয়ে প্রতিরোধ ইত্যাদি বিষয়ে সজাগ থাকার জন্য পরামর্শ দেন।

পরে একই স্থানে ভিজিডি ভোগীদের সঞ্চয়ের টাকা ফেরত প্রদান করা হয়। সহযোগী এনজিও পুষ্প বাংলাদেশ ভিজিডি কর্মসূচীর আওতায় দুর্গাপুর ইউনিয়নে ২৭১ উপকারভোগি নারীকে সঞ্চয়ের টাকা ফেরত দেওয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহা. হারুন-অর রশীদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম প্রামানিক, পুষ্প বাংলাদেশের নির্বাহী পরিচালক নিশাত নাহার উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই