মিঠাপুকুরে ভ্রাম্যমাণ আদালতে ইভটিজারের কারাদন্ড

রংপুরের মিঠাপুকুরে ৫ম শ্রেণীর ছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে এক বখাটের এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাহ্উদ্দিন এই কারাদন্ডাদেশ দেন।

পুুলিশ জানায়, উপজেলার রানীপুকুর ইউনিয়নের রানীপুকুর পূর্বপাড়া গ্রামের এক কৃষকের মেয়ে বাড়ির পাশে ছাগলকে ঘাস খাওয়াচ্ছিল। এসময় একই গ্রামের মমতাজ আলীর ছেলে মশিয়ার রহমান (৩০) ওই ছাত্রীকে উত্যক্ত করে।

বিষয়টি জানতে পেরে মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজ্জাক-১ ঘটনাস্থল থেকে বখাটে মশিয়ারকে আটক করে থানায় নিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ সালাহ্উদ্দিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইভটিজিংয়ের অপরাধে মশিয়ার রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।



মন্তব্য চালু নেই