মিঠাপুকুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্যাপন

“শিশু গড়বে সোনার দেশ, পায় যদি পরিবেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্যদিয়ে রংপুরের মিঠাপুকুরে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ। দিবসটি উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে উপজেলা শিশু একাডেমী।

প্রথম দিন গতকাল রবিবার সকালে এ উপলক্ষে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেগম রোকেয়া অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও প্রতিযোগীতা মূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম ও মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহঃ আব্দুল ওয়াহেদ। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে সমাবেশ, যেমন খুশি তেমন সাঁজ, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা, নৃত্য প্রতিযোগীতা, সুবিধা বঞ্চিত শিশুদের দৌড় প্রতিযোগীতা ইত্যাদি।



মন্তব্য চালু নেই