মিঠাপুকুরে বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষ ॥ আহত ৩০

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ রংপুরের মিঠাপুকুরে বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় নারী সহ কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের দমদমা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর থেকে গাইবান্ধার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বিআরটিসি চট্র-মেট্রো-চ-১২৪২ বাসটি মিঠাপুকুরের দমদমা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি খাদে পড়ে গেলে নারী সহ কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়।

রংপুর ফায়ার সার্ভিস কন্ট্রোল থেকে জানাযায়, ফায়ারসার্ভিস কর্মীরা সেখানে গিয়ে দুর্ঘটনা কবলীত বাস থেকে ৩ জন নারী ও ৩জন পুরুষকে গুরুতর আহত আবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।



মন্তব্য চালু নেই