মিঠাপুকুরে বঙ্গবন্ধুর ৪০ তম শাহাদৎ বার্ষিকী পালিত

রংপুরের মিঠাপুকুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। শনিবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোক র‌্যালী মহাসড়ক প্রদক্ষিণ শেষে মিঠাপুকুর মহাবিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

এসময় কেন্দ্রিয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল। শেষে বেগম রোকেয়া অডিটরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ হারুন-অর-রশীদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। উপস্থাপনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মামুনুর রশীদ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, উপজেলা কৃষি অফিসার খোরশেদ আলম, মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাৎ লিমন প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।



মন্তব্য চালু নেই