মিঠাপুকুরে পেট্রোল বোমা হামলা মামলার আসামীসহ ২ জামায়াত নেতা গ্রেফতার
মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ রংপুরের মিঠাপুকুরে চলন্ত বাসে পেট্রোল বোমা হামলায় ৬ যাত্রী নিহতের ঘটনায় মামলার চার্জশীটভুক্ত আসামীসহ ২ জামায়াত নেতা গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- চিথলী রামপুরা গ্রামের আকমল হোসেন (৫৫) ও চুহড় গ্রামের সুলতান মিয়া (৪৮)।
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, ২০১৪ সালের ১৪ জানুয়ারী ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বাতাসন দুর্গাপুর এলাকায় কুড়িগ্রামের উলিপুর থেকে ছেড়ে খলিল এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে দুর্বৃত্তরা। এতে, নারী ও শিশুসহ ৬ যাত্রী নিহত হয়। এঘটনায় একটি সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়। দীর্ঘ তদন্ত শেষে ১৩২ জনের নামে আদালতে মামলাটির চার্জশীট প্রদান করা হয়েছে। এই মামলার ১৮ নম্বর আসামী আকমল হোসেন। তার বিরুদ্ধে আরও ৩টি নাশকতার মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার গ্রামে বেড়াতে আসেন-এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, জামায়াত-শিবিরের নাশকতার ২টি মামলার আসামী সুলতান মিয়াকে মঙ্গলবার রাতে চুহড় গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য চালু নেই