মিঠাপুকুরে নব নির্বাচিত ১০ ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ চতুর্থধাপে অনুষ্ঠিতব্য রংপুরের মিঠাপুকুরে ১০ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারন সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১০ ইউপি চেয়ারম্যানের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক রাহাত আনোয়ার। শপথ গ্রহন করা চেয়ারম্যানরা হলেন- খোড়াগাছ ইউনিয়নে আসাদুজ্জামান আসাদ, রাণীপুকুরে শফিকুল ইসলাম রাঙ্গা, ভাংনী’র কামরুজ্জামান কামরু, বালারহাটের আব্দুল কুদ্দুস, চেংমারী’র রেজাউল কবির টুটুল, ময়েনপুরে মাহবুবুর রহমান, বালুয়া মাসিমপুরে ময়নুল ইসলাম, বড়বালায় সাহেব সরকার, মিলনপুরের হালিম চৌধুরী ও গোপালপুর ইউনিয়নে আমিরুল ইসলাম।

বিকেলে মিঠাপুকুর বেগম রোকেয়া অডিটরিয়ামে ১০ ইউনিয়নের সংরক্ষিত সদস্য ৩০ জন ও সাধারন সদস্য ৮৯ জনের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ সালাহ্উদ্দিন। তবে, গেজেটে নাম না থাকায় ১ জন সদস্য শপথ গ্রহন করতে পারেননি।

শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অফিসার খোরশেদ আলম, থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহ্ আনোয়ার সাদাৎ লিমন, শঠিবাড়ী কলেজের অধ্যক্ষ মেজবাহুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, নির্বাচন অফিসার রেজাউল করীম, যুবলীগের আহ্বায়ক শাহ্ আসাদুজ্জামান সোহাগ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম তুহিন ও ১০ ইউপি চেয়ারম্যান।

শপথ বাক্য অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মামুন-অর-রশীদ। অপরদিকে, তৃতীয়ধাপে নির্বাচিত কাফ্রিখাল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য মকবুল হোসেনকে গত সোমবার শপথ বাক্য পাঠ করান ইউএনও। গেজেটে নাম না আসায় তিনি এর আগে শপথ গ্রহন করতে পারেননি।



মন্তব্য চালু নেই