মিঠাপুকুরে ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
রংপুরের মিঠাপুকুরে ট্রাক চাপায় নাঈম নামে এক নবম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের পাগলারহাট নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার শেষ বিকেলে মিঠাপুকুর থেকে কোচিং শেষে বাড়িতে ফিরছিল নাঈম। মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের পাগলারহাট ভোটারুর চাঁতাল নামক স্থানে পৌঁছলে অপর দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সে পাগলার হাট তাহিয়ারপুর গ্রামের মহসীন আলীর পুত্র। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে স্থানীয় জনতা।
মন্তব্য চালু নেই